Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ এপ্রিল ২০১৯

স্বল্প/মধ্য/দীর্ঘ মেয়াদী পরিকল্পনা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

পাট অধিদপ্তর

বস্ত্র ও পাট মন্ত্রণালয়

www.dgjute.gov.bd

 

 

পাট অধিদপ্তরের স্বল্প মেয়াদী, মধ্য মেয়াদী ও দীর্ঘ মেয়াদী কর্মপরিকল্পনাঃ

 

          (ক) স্বল্প মেয়াদী (১০০ দিনের):

 

১.   মাঠ পর্যায়ের সকল অফিস পরিদর্শন।

২.   পাট অধিদপ্তরের নিয়োগ বিধিমালা হালনাগাদকরণ।

৩.   দেশের সকল জেলায় জনবল সুবিন্যস্তকরণের লক্ষ্যে পাট অধিদপ্তরের অর্গানোগ্রাম সংশোধন।

৪.   বহুমুখী পাটজাত পণ্যের গবেষণা, উদ্ভাবন, উৎপাদন এবং ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে কার্যক্রম পরিচালনার
      নিমিত্ত “ বাংলাদেশ বহুমুখী পাটজাত পণ্যের গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট” শীর্ষক উন্নয়ন প্রকল্পের
      ডিপিপি প্রণয়ন।

৫.  “পাট আইন,২০১৭” এবং “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন,২০১০” সুষ্ঠুভাবে
      বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায়ে পাট অধিদপ্তরের নিজস্ব অফিস ভবন স্হাপনের লক্ষ্যে সকল জেলায় “৬৪
      জেলায় পাট ভবন নির্মাণ” শীর্ষক উন্নয়ন প্রকল্পের ডিপিপি প্রণয়ন।       

৬.  পাটচাষি, পাট ও পাটজাত পণ্যের ব্যবসায়ী এবং পাটজাত মোড়ক ব্যবহারকারী সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের
     নিয়ে ৮টি বিভাগীয় শহরে ০১টি করে সেমিনার/মতবিনিময় সভার আয়োজন।

৭.   প্রকল্পের আওতায় উপকারভোগী পাট উৎপাদকারি ৬ লক্ষ ৯০ হাজার জন এবং পাটবীজ উৎপাদনকারি ৭৫

      হাজার জন পাটচাষির তালিকা প্রণয়ন, ডেটাবেজ তৈরী ও আইডি কার্ড প্রদান।

৮.  প্রকল্পের আওতায় ২৩০টি উপজেলার ৬ লক্ষ ৯০ হাজার জন পাটচাষির মধ্যে বিনামূল্যে ৬৯০মে:টন

      উন্নতজাতের উফশী পাটবীজ বিতরণ।

 

           

(খ) মধ্য মেয়াদী (১ বছর):

 

১.   “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন,২০১০” সংক্রান্ত উদ্ভুত রিট মামলাসহ সবধরণের
        মামলা নিস্পত্তিকরণের পদক্ষেপ গ্রহণ।

২.    ২০টি অডিট আপত্তি নিষ্পত্তিকরণ।

৩.    রাজস্বখাত ও প্রকল্পের জনবল নিয়োগ সম্পন্নকরণ।

৪.    পাটবীজের আমদানী নির্ভরতা হ্রাসকরণ, কমজমিতে অধিক পরিমান পাট উৎপাদন এবং পাটের গ্রেডিং ও
        পাট  পঁচন ইত্যাদি সম্পর্কে পাটচাষি, পাট ও পাটজাত পণ্যের ব্যবসায়ি ও ব্যবসায়ি প্রতিনিধিদের
        সমন্বয়ে  প্রকল্পভুক্ত  ৪৬টি জেলায় চাষি সমাবেশ/মতবিনিময় সভার আয়োজন।

৫.   পাট ও পাটবীজ উৎপাদন এবং পাট পঁচনের কলাকৌশল সম্পর্কে প্রকল্পের আওতায় ২৩০টি উপজেলায়
       মোট ৩৪ হাজার ৫শত জন পাট ও পাটবীজ উৎপাদকারি চাষীকে প্রশিক্ষণ প্রদান।

৬.  পাটখাতের সার্বিক উন্নয়ন বিষয়ে সকল স্টেক হোল্ডারদের নিয়ে ঢাকায় একটি জাতীয় সেমিনার এর
       আয়োজন।

৭.    দক্ষ জনবল তৈরীর লক্ষ্যে রাজস্ব ও প্রকল্পে কর্মরত ২৭১জন কর্মকর্তা/কর্মচারীকে প্রশিক্ষণ প্রদান

 

           

(গ) দীর্ঘ মেয়াদী (৫ বছর):

 

১.   স্হানীয় ও আন্তর্জাতিক বাজার চাহিদার সাথে সংগতি রেখে পাট ও পাটজাত পণ্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে
      পাট উৎপাদন প্রবন এলাকায় “জুট পল্লী” স্হাপন।

২.   পাট অধিদপ্তরের প্রধান কার্যালয়ের জন্য “পাট ভবন নির্মান” প্রকল্প গ্রহণ

৩. রাজস্বখাতের অধীন অনুন্নয়ন বাজেটের আওতায় পিপিএনবি প্রণয়ন পূর্বক পাট অধিদপ্তরের ০৩টি
      ল্যাবরেটরি ভবন (ডেমরা,চট্রগ্রাম ও খুলনা) সংস্কার ও আধুনিকায়ন ।

৪.   বহুমুখী পাটজাত পণ্যের গবেষণা, উদ্ভাবন, উৎপাদন এবং ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে কার্যক্রম পরিচালনার      
     নিমিত্ত “বাংলাদেশ বহুমুখী পাটজাত পণ্যের গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট” শীর্ষক উন্নয়ন প্রকল্প স্তবায়ন।

৫. “পাট আইন,২০১৭” এবং “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন,২০১০” সুষ্ঠুভাবে
     বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায়ে পাট অধিদপ্তরের নিজস্ব অফিস ভবন স্হাপনের লক্ষ্যে সকল জেলায় “৬৪
     জেলায় পাট  ভবন নির্মাণ” শীর্ষক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন।

৬. সার্বিক পাটখাত উন্নয়নে বিদেশী বিনিয়োগে আকৃষ্ট করার লক্ষ্যে প্রকল্পের আওতায় ০১টি আন্তর্জাতিক        
     সেমিনারের আয়োজন।

৭.   কৃষকরা যাতে ন্যায্যমূল্য পায় সে জন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার
      বৃদ্ধি, নতুন নতুন বাজার অনুসন্ধান ইত্যাদি কার্যক্রম অব্যাহত রাখা।

৮.  “পণ্যে পাটজাত মোড়কের বাধতামূলক ব্যবহার আইন,২০১০” শতভাগ বাস্তবায়নের লক্ষ্যে  মাঠ প্রশাসনের
     সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা নিশ্চিতকরণ (চলমান প্রক্রিয়া)।

৯.   উফশী জাতের পাটবীজের আমদানি নির্ভরতা হ্রাস করে পাটবীজ উৎপাদনে পাটচাষিদের আত্মনির্ভরশীল
        করে গড়ে তোলার লক্ষ্যে “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ” শীর্ষক প্রকল্প
       বাস্তবায়ন।

 

 

স্বল্প,মধ্য ও দীর্ঘ মেয়াদী কর্মপরিকল্পনা